সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলু চাষে ব্যস্ত কৃষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বিভিন্ন উপজেলায় আমন ধান কাটার পর আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। জমি প্রস্তুত, হিমাগার থেকে বীজ সংগ্রহ, সার ও কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন কাজে দিন কাটছে তাদের। নন্দীগ্রাম কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। ধারণা করা হচ্ছে, লক্ষ্যমাত্রার বেশি জমিতে আলু চাষ হবে। উচ্চ ফলনের লক্ষ্যে কৃষকদের মধ্যে আলু ও সবজি চাষের ওপর বিভিন্ন প্রশিক্ষণসহ উন্নতমানের বীজ সংগ্রহ, সুষম মাত্রার রাসায়নিক ও জৈব সার প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। জানা যায়, নন্দীগ্রামসহ বিভিন্ন উপজেলায় জমির রোপা আমন কাটার পর জমি ফাঁকা ফেলে না রেখে শুরু করেছেন বিভিন্ন জাতের আলু আবাদ। আলু রোপণ ঘিরে কৃষকের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। নন্দীগ্রামের পৌতা গ্রামের কৃষক আকরাম আলী জানান, এ উপজেলার মাটি আলু চাষের উপযোগী হওয়ায় অনেকে আগ্রহী হয়েছেন। গতবার ধান কাটার পরই আগাম আলু চাষ করে লাভবান হয়েছিলেন তিনি। এবারও ২০ বিঘা জমিতে আলু রোপণ করেছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর