কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের পাশে বিস্তীর্ণ মাঠ। এই মাঠের মাঝ বরাবর স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক তৈরি করছেন ১০ গ্রামের মানুষ। সড়কটি দেওড়া গুলগুইল্লা মার্কেট থেকে উপজেলার জয়নগর গ্রামে গিয়ে মিলেছে। সড়ক নির্মাণ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই এলাকাবাসীর। স্থানীয়রা জানান, খোশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশপাশের ১০ গ্রামের মানুষকে বরুড়া পৌর সদরে যেতে অনেক পথ ঘুরতে হয়। এছাড়া মাঠে চাষের জন্য ট্রাক্টর ও ফসল বাড়িতে আনতে গাড়ি নেওয়ার ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায়, প্রখর রোদে ৪০ জন সড়ক তৈরি করছেন। মাথা থেকে ঘাম বেয়ে পড়ছে। তবু যেন কার ক্লান্তি নেই। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন। কেউ মাটির ঝুড়ি মাথায় করে নির্দিষ্ট স্থানে ফেলছেন। এদের অধিকাংশ স্বেচ্ছাসেবী। যারা নিজেরা মাটি কাটতে পারছেন না তারা শ্রমিক রাখতে আর্থিক সহযোগিতা করছেন। দেড় কিলোমিটার সড়কের এক কিলোমিটার তৈরি হয়ে গেছে। জয়নগর গ্রামের অহিদা খাতুন বলেন, আমাদের পুরাতন বাড়ি ছিল দেওড়া। সেখানে পানি কাদা মাড়িয়ে যেতে হয়। সড়কটি হলে আর দুর্ভোগে পড়তে হবে না। জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, দেওড়া থেকে বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসে। বহু পথ ঘুরে আসতে হয় তাদের। সড়কটির কাজ শেষ হলে তারা কম সময়ে স্কুলে যেতে পারবে। কৃষক জাহাঙ্গীর আলম ও ইদ্রিস মিয়া মাটি কাটার কাজ করছিলেন। তারাও সড়কের জন্য জমি দিয়েছেন। তারা বলেন, নিজের ও মানুষের উপকারের জন্য জমি দিয়েছি। অন্যতম উদ্যোক্তা দেওড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন। তিনি বলেন, এই মাঠে সড়ক না থাকায় শত বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার জন্য ৪০ জন জমি দান করেছেন। ১০ দিনের মধ্যে কাজ শেষ হবে আশা করছি। বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বলেন, রাস্তার কাজ দেখতে গিয়েছিলাম। এ কাজে সহায়তা করব। পৌরসভার বরাদ্দ এলে সড়কে ইটসলিংয়ের ব্যবস্থা করা হবে। ইউএনও নু এমং মারমা মং বলেন, এ বিষয়ে এমপি ও মেয়রের সঙ্গে কথা বলব। দেখি গ্রামের লোকজনকে কীভাবে সহযোগিতা করা যায়।
শিরোনাম
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
স্বেচ্ছাশ্রমে দেড় কিমি রাস্তা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর