কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের পাশে বিস্তীর্ণ মাঠ। এই মাঠের মাঝ বরাবর স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক তৈরি করছেন ১০ গ্রামের মানুষ। সড়কটি দেওড়া গুলগুইল্লা মার্কেট থেকে উপজেলার জয়নগর গ্রামে গিয়ে মিলেছে। সড়ক নির্মাণ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই এলাকাবাসীর। স্থানীয়রা জানান, খোশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশপাশের ১০ গ্রামের মানুষকে বরুড়া পৌর সদরে যেতে অনেক পথ ঘুরতে হয়। এছাড়া মাঠে চাষের জন্য ট্রাক্টর ও ফসল বাড়িতে আনতে গাড়ি নেওয়ার ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায়, প্রখর রোদে ৪০ জন সড়ক তৈরি করছেন। মাথা থেকে ঘাম বেয়ে পড়ছে। তবু যেন কার ক্লান্তি নেই। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন। কেউ মাটির ঝুড়ি মাথায় করে নির্দিষ্ট স্থানে ফেলছেন। এদের অধিকাংশ স্বেচ্ছাসেবী। যারা নিজেরা মাটি কাটতে পারছেন না তারা শ্রমিক রাখতে আর্থিক সহযোগিতা করছেন। দেড় কিলোমিটার সড়কের এক কিলোমিটার তৈরি হয়ে গেছে। জয়নগর গ্রামের অহিদা খাতুন বলেন, আমাদের পুরাতন বাড়ি ছিল দেওড়া। সেখানে পানি কাদা মাড়িয়ে যেতে হয়। সড়কটি হলে আর দুর্ভোগে পড়তে হবে না। জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, দেওড়া থেকে বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসে। বহু পথ ঘুরে আসতে হয় তাদের। সড়কটির কাজ শেষ হলে তারা কম সময়ে স্কুলে যেতে পারবে। কৃষক জাহাঙ্গীর আলম ও ইদ্রিস মিয়া মাটি কাটার কাজ করছিলেন। তারাও সড়কের জন্য জমি দিয়েছেন। তারা বলেন, নিজের ও মানুষের উপকারের জন্য জমি দিয়েছি। অন্যতম উদ্যোক্তা দেওড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন। তিনি বলেন, এই মাঠে সড়ক না থাকায় শত বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার জন্য ৪০ জন জমি দান করেছেন। ১০ দিনের মধ্যে কাজ শেষ হবে আশা করছি। বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বলেন, রাস্তার কাজ দেখতে গিয়েছিলাম। এ কাজে সহায়তা করব। পৌরসভার বরাদ্দ এলে সড়কে ইটসলিংয়ের ব্যবস্থা করা হবে। ইউএনও নু এমং মারমা মং বলেন, এ বিষয়ে এমপি ও মেয়রের সঙ্গে কথা বলব। দেখি গ্রামের লোকজনকে কীভাবে সহযোগিতা করা যায়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ