কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের পাশে বিস্তীর্ণ মাঠ। এই মাঠের মাঝ বরাবর স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক তৈরি করছেন ১০ গ্রামের মানুষ। সড়কটি দেওড়া গুলগুইল্লা মার্কেট থেকে উপজেলার জয়নগর গ্রামে গিয়ে মিলেছে। সড়ক নির্মাণ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই এলাকাবাসীর। স্থানীয়রা জানান, খোশবাস দক্ষিণ ইউনিয়নের জয়নগর এবং আশপাশের ১০ গ্রামের মানুষকে বরুড়া পৌর সদরে যেতে অনেক পথ ঘুরতে হয়। এছাড়া মাঠে চাষের জন্য ট্রাক্টর ও ফসল বাড়িতে আনতে গাড়ি নেওয়ার ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায়, প্রখর রোদে ৪০ জন সড়ক তৈরি করছেন। মাথা থেকে ঘাম বেয়ে পড়ছে। তবু যেন কার ক্লান্তি নেই। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন। কেউ মাটির ঝুড়ি মাথায় করে নির্দিষ্ট স্থানে ফেলছেন। এদের অধিকাংশ স্বেচ্ছাসেবী। যারা নিজেরা মাটি কাটতে পারছেন না তারা শ্রমিক রাখতে আর্থিক সহযোগিতা করছেন। দেড় কিলোমিটার সড়কের এক কিলোমিটার তৈরি হয়ে গেছে। জয়নগর গ্রামের অহিদা খাতুন বলেন, আমাদের পুরাতন বাড়ি ছিল দেওড়া। সেখানে পানি কাদা মাড়িয়ে যেতে হয়। সড়কটি হলে আর দুর্ভোগে পড়তে হবে না। জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, দেওড়া থেকে বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসে। বহু পথ ঘুরে আসতে হয় তাদের। সড়কটির কাজ শেষ হলে তারা কম সময়ে স্কুলে যেতে পারবে। কৃষক জাহাঙ্গীর আলম ও ইদ্রিস মিয়া মাটি কাটার কাজ করছিলেন। তারাও সড়কের জন্য জমি দিয়েছেন। তারা বলেন, নিজের ও মানুষের উপকারের জন্য জমি দিয়েছি। অন্যতম উদ্যোক্তা দেওড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন। তিনি বলেন, এই মাঠে সড়ক না থাকায় শত বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার জন্য ৪০ জন জমি দান করেছেন। ১০ দিনের মধ্যে কাজ শেষ হবে আশা করছি। বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বলেন, রাস্তার কাজ দেখতে গিয়েছিলাম। এ কাজে সহায়তা করব। পৌরসভার বরাদ্দ এলে সড়কে ইটসলিংয়ের ব্যবস্থা করা হবে। ইউএনও নু এমং মারমা মং বলেন, এ বিষয়ে এমপি ও মেয়রের সঙ্গে কথা বলব। দেখি গ্রামের লোকজনকে কীভাবে সহযোগিতা করা যায়।
শিরোনাম
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ