মধ্যযুগের বিখ্যাত সামন্ত রাজার অমর কীর্তি দিনাজপুরের রামসাগর। নয়নাভিরাম দীঘিটি পর্যটকদের মন ছুঁয়ে যায়। এখন এর সঙ্গে পর্যটকদের দৃষ্টি কাড়ছে রামসাগরের মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রাহরিণগুলো। গতকাল দিনাজপুরে কারফিউ সকাল ৬টা থেকে শিথিল হওয়ায় দর্শক-পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠে রামসাগর। ঘটে সব বয়সের নারী-পুরুষের সমাগম। এ বছর এ পর্যন্ত দিনাজপুরের চিত্রাহরিণের সংসারে এসেছে আরও ৯ নতুন অতিথি। এ নিয়ে এখানে চিত্রাহরিণের সংখ্যা দাঁড়াল ৯৩-এ। শাবকদের নিয়ে মিষ্টি রোদের আলোয় বসে থাকে মা হরিণগুলো। এ দৃশ্য দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বাদাম বা খাওয়ার কিছু নিয়ে ডাকলে অনেক চিত্রাহরিণ ব্যারিকেড জালির কাছে ছুটে আসছে। এ সময় শাবকগুলো মাকে খুঁজে ফেরে। তবে কেউ শব্দ করলে তারা পালিয়েও যায়। সংশ্লিষ্টরা জানান, উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন চিত্রাহরিণ। চিত্রা বা চিত্রল থেকে এ হরিণের নামটি এসেছে। যার অর্থ ফোঁটা বা ছোপ যুক্ত। চিত্রাহরিণের দেহ লালচে বাদামি লোমযুক্ত চামড়া দ্বারা আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা দেখা যায়। গলার নিচে, পেট, লেজের নিচে ও চার পায়ের ভিতরের চামড়ার বর্ণ সাদা। হাঁটু থেকে পায়ের খুর অবধি হালকা সাদা বা ধূসর রং রয়েছে। এদের রেখা পিঠ দিয়ে লেজ পর্যন্ত চলে গেছে। মোসাদ্দেক হোসেন, আসাদুজ্জামান লিটনসহ কয়েকজন দর্শনার্থী বলেন, ঐতিহাসিক রামসাগরের জলরাশি জেলা প্রশাসন এবং বাকি অংশ বন বিভাগ দেখভাল করে। এখানে সেবার মান বাড়েনি। অথচ বন বিভাগকে জলরাশিসহ পুরোটা দিয়ে দিলে এখানে ঝুলন্ত সেতু, বিভিন্ন রাইডসহ পর্যটকদের আকর্ষণ বাড়াতে ও আধুনিকায়নে পদক্ষেপ নিতে পারে। এসব আধুনিকায়ন করা গেলে এটি হতে পারে উত্তরাঞ্চলের পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। চিত্রাহরিণের প্রিয় খাবার শাপলাপাতা। রামসাগর দিঘিতে শাপলা চাষ করতে পারলে হরিণের খাদ্য চাহিদা কিছুটা মেটানো সম্ভব হবে। কিন্তু দিঘিতে মাছ শিকার, ইঞ্জিন নৌকা চালানোর কারণে শাপলা চাষ বন্ধ হয়ে যায়। তবে রামসাগর দিঘিতে শাপলা চাষ করা গেলেই খাবারের চাহিদা পূরণ করা সম্ভব বলেন হরিণগুলো তদারককারী বাবুল। দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ও বনবিট কর্মকর্তা আবদুল মান্নান জানান, রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় সরকারিভাবে ছয়টি চিত্রাহরিণ আনা হয়। বংশবিস্তারের পর এখন এদের সংখ্যা ৯৩টি। দিনদিন এখানে হরিণের সংখ্যা বাড়ছে। মিনি চিড়িয়াখানায় দৃষ্টিনন্দন চিত্রাহরিণ ছাড়াও অজগর, পাখি, বানরসহ কিছু প্রাণী রয়েছে যা পর্যটকদের মুগ্ধ করে।
শিরোনাম
- পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস
- আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না : ডিবিপ্রধান
- ব্যর্থ লিটন, ২৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ
- ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই : মঈন খান
- ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে বাঁচানো গেল না
- কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা
- সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ
- সর্বকনিষ্ঠ দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
- অভিযানে বাধা, কুষ্টিয়ায় ১০ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
- ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, দায় আমাদেরই : অনির্বাণ
- অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকার জীবনে রহস্যময় ‘প্রেমিক’!
- বড়দিন ও থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা
- ফ্রান্সে স্বামীর সহায়তায় ১০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫০ জন
- সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- সাড়া ফেলেছে ইমরান-পড়শী-জীবনের 'কথা একটাই'
- শাবিপ্রবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন
- ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
আপডেট:
চিত্রাহরিণের সংসারে নজর কাড়া ৯ নতুন অতিথি
ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানা
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
এই বিভাগের আরও খবর