ফরিদপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান গতকাল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জাহিদ হাসান শাহীন (৩৮)। তিনি বোয়ালমারীর মাধবপুর গ্রামের বাসিন্দা। ২০১২ সালের ২৯ নভেম্বর স্কুলে যাওয়ার সময় জাহিদ শিশুটিকে অপহরণ করে।