শিরোনাম
সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ঘরে মায়ের রক্তাক্ত লাশ, ছেলে আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার টেটনপাড়ায় নিজ ঘর থেকে গতকাল এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিনা বেগম (৭০)। তিনি ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী তসলিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সেলিনার একমাত্র ছেলে গোলাম কিবরিয়াকে (৩২) পুলিশ আটক করেছে। স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর টেটনপাড়ার নিজ বাড়িতে একমাত্র ছেলে গোলাম কিবরিয়াকে নিয়ে বসবাস করতেন সেলিনা। তিন মেয়ের বিয়ে দেওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন। রবিবার সকালে এক মেয়ে মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীর মোবাইলে মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা সেলিনার বাড়িতে ডাকাডাকি করেও সাড়া পাননি। জানালা দিয়ে ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, কিবরিয়া মানসিকভাবে অসুস্থ ও নেশাগ্রস্ত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর