সারাদেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ডাক দিয়ে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পক্ষ থেকে মুনিরীয়া যুব তবলীগ গতকাল চট্টগ্রামের রাউজানের গহিরা, মুন্সির ঘাটা এবং নোয়াপাড়ায় শান্তি সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন- এতদিন রাউজানে একট গোষ্ঠী যে জুলুম-নির্যাতন যাচ্ছিল তা থেকে মানুষ এখন মুক্ত। কিন্তু স্বার্থান্বেষী একটি মহল লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ, নৈরাজ্য করে চলেছে। বক্তারা এর বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। তারা সন্ত্রাসীগোষ্ঠী ভাংচুর ও নৈরাজ্য চালিয়ে তার দায়ভার মুনিরীয়া যুব তবলীগ কমিটির উপর চাপিয়ে দেওয়ার অচেষ্টার তীব্র নিন্দা জানান। বিজ্ঞপ্তি