বগুড়ার ধুনট উপজেলায় আল-আমিন (২৪) নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। আল-আমিন চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। একই সময় দুর্বৃত্তের লাঠির আঘাতে আবু হানিফ নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি একই এলাকার বেলাল হোসেনের ছেলে। জানা যায়, বুধবার সন্ধ্যায় আবু হানিফের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল-আমিন। ধুনট-গোসাইবাড়ী পাকা সড়কের ইছামতী নদীর চরধুনট সেতু এলাকায় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। আল-আমিনকে পিটিয়ে আহত করে।