রাজবাড়ীতে অবৈধ অস্ত্রের ভয়াবহ বিস্তার ঘটেছে। পদ্মার তীরবর্তী এ অঞ্চলে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি। অভিযানে যে পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয় তার থেকে বেশি অস্ত্র নিরাপদে চলে যায় অপরাধীদের গোপন ডেরায়। ছোটখাট ঘটনায়ও ঘটছে অস্ত্রের ব্যবহার। আধিপত্য বিস্তারে রাজনৈতিক দলের ক্যাডার মাস্তানদের প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করতে দেখা গেছে। সম্প্রতি ছাত্র আন্দোলন দমাতে রাস্তায় অবৈধ অস্ত্র দেখা গেছে। ছাত্র আন্দোলন দমাতে সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে থেকে দুই বস্তা থেকে ধারালো রামদা বের করে অপরাধীদের হাতে দেওয়া হয়। ক্ষমতার পালাবদলে এসব অস্ত্র উদ্ধার নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন জেলা বিএনপির নেতারা। বুধ ও বৃহস্পতিবার জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের কাছে জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অনুরোধ করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অভিযোগ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, রাজবাড়ী পদ্মা নদীর তীরে অবস্থিত। জেলা সদরের মিজানপুর, চন্দনীতে বালুমহালে আধিপত্য বিস্তারে অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। গত বছর পদ্মায় বালু উত্তোলন ও চাঁদা আদায়কে কেন্দ্র করে ছয়জন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতে যৌনপল্লীতে আধিপত্য বিস্তারে সেখানে অবৈধ অস্ত্রের ব্যবহার হতে দেখা গেছে। ২০১৪ সালে যৌনপল্লীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রিপনকে প্রকাশ্যে হত্যা করা হয়। মামলার রায়ের পর ওই শিক্ষার্থীর বাবা মোহন মন্ডল বলেন, ওই ঘটনায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ বেশ কয়েকজন জড়িত ছিল। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বস্তা থেকে অবৈধ অস্ত্র বের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজবাড়ীতে অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অবস্থান তৃতীয়। তবে বেশ কিছু অবৈধ অস্ত্র রয়েছে। সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
শিরোনাম
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
অবৈধ অস্ত্রের ভয়াবহ বিস্তার রাজবাড়ীতে
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর