সিরাজগঞ্জ কারাগারে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পাপ্পু (৩০) নামে এক হাজতি। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল তিনি মারা যান। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধী মহল্লার আবুল হোসেনের ছেলে ও বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এ এস এম কামরুল হুদা জানান, পাপ্পু মাদক ও মারামারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন।
গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাথরুমের ভিতর গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্য কয়েদিরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলা বিএনপির সাংগঠকি সম্পাদক মোস্তফা জামান জানান, কারাগারে পাপ্পুর ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক লাগছে। তিনি এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।