চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সুপার শপ পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের লাল মোহাম্মদ চৌধুরীপাড়ায় ‘নাঈম সুপার শপ’ নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে। হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই সুপার শপটি পুড়ে ছাই হয়ে যায়। তদন্তের পর ক্ষয়ক্ষতি জানা যাবে। কে বা কারা সুপার শপে আগুন দিয়েছে তা জানা যায়নি।’