লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে বোমা মেশিনে পাথর তোলার সময় গতকাল গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিখোঁজ হন। দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। বিষাদু মিয়া আউলিয়ারহাট কাকাতু মুন্সিরবাড়ি এলাকার আফাজ উদ্দিনের ছেলে। অসাবধানতাবশত গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া।