নেত্রকোনার পূর্বধলায় উপাসনালয়ে মধ্যরাতে আগুন দিতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হলেন নেপাল চন্দ্র ঘোষ নামে এক যুবক। গতকাল তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার বাড়হা ঘোষপাড়া গ্রামের বারহা কালিবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে শনিবার দিবাগত রাত ২টার দিকে আশপাশের মানুষ শব্দ শুনতে পান। তারা এগিয়ে দেখেন দানবাক্স ভাঙছে এক যুবক। পাশেই কিছু লাকড়িও পাওয়া গেছে। লোকজন দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেপাল জানায়, তারা মোট আটজন ছিল। মন্দিরে আগুন দিতে তারা তাকে ৩০ হাজার টাকা দেয়। লোকজনের হৈচৈ শুনে অন্যরা পালিয়ে যায়। পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নেপালের জবানবান্দি নেওয়া হয়েছে। তার সঙ্গে আসলেই আরও কেউ ছিল কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।