‘শিক্ষক হচ্ছে পিতার সমান, সারা জীবন জানাব সম্মান’ এই স্লোগানকে সামনে রেখে চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এ সভা হয়। শেষে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের শাসনস্বরুপ বেত দিয়ে পিটিয়ে চলমান শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানায়।