যৌথ বাহিনীর অভিযানে মাগুরায় দুটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কেউ গ্রেপ্তার হয়নি। নতুন পুলিশ সুপার মিনা মাহমুদা যোগদানের পর গতকাল জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।