পাথরঘাটায় বজ্রপাতে খলিল হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। খলিল ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে। প্রতক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ধান খেতে মাছ ধরতে যান খলিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।