নেত্রকোনার মদনে হাওর পাড় থেকে মধ্যবয়সি অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাঘান ইউনিয়নের ডেমারগাতি বাজারের মাছের আড়তের পেছনে গতকাল পড়েছিল লাশটি। পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মদন থানার ওসি মাহমুদুল হক জানান, এটি হত্যা না অন্য কোনোভাবে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে। থানায় ইউডি মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। স্থানীয়রা জানায়, ওই বাজারে তিন চার মাস ধরে ওই ব্যক্তি ঘুরে বেড়াতেন। উচ্ছিষ্ট খাবার খেতেন। সেখানেই ঘুমাতেন। তার পরিচয় কেউ জানতে পারেনি।