বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালিয়াকৈরের ইলিম হোসেন সিকদারের কবর জিয়ারত করেছেন গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল জুমার নামাজের পর উপজেলার সফিপুর রাখালিয়াচালা এলাকায় ইলিমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত ও মোনাজাত করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, ছাত্রদল নেতা মনির হোসেন বাবু, সবুজ আহমেদ, ইউসুফ খান মারুফ, আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ। উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিতে নিহত হন ইলিম সিকদার।