দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে গতকালও অস্থিরতা দেখা গেছে। এর মধ্যে রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে ঢুকতে দেননি শিক্ষার্থীরা। ঝিনাইদহে সরকারি কেসি কলেজে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও অভিযোগ দায়ের করা হয়েছে। গলাচিপায় নানা অভিযোগে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়া এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আনারুল হক যেন কলেজে প্রবেশ করতে না পারেন, এ জন্য গতকাল সকাল ১০টা থেকে অবস্থান নেন তারা। বিক্ষোভে রাজশাহী কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অধ্যাপক আনারুল হককে রাজশাহী কলেজে ঢুকতে না দিয়ে তার পদায়ন বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে অধ্যাপক আনারুল হককে। ঝিনাইদহ : ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের প্রধান মাহাবউল্লাহ জিন্নাহর বিরুদ্ধে ১০টি অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে অধ্যক্ষের কাছে আবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল কলেজের শহীদ মিনার চত্বরে এ দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে উপস্থিত ছিলেন- সমন্বয়ক সাইদুর রহমান, রত্না খাতুন, স্বাধীন আহমেদ, তৌফিক আলমসহ শিক্ষার্থীরা। গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মো. হেলাল হাওলাদার, মু. দেলোয়ার হোসেন হাওলাদার প্রমুখ এতে বক্তব্য দেন।
শিরোনাম
- নতুন মামলায় আনিসুল-ফারুকসহ ৯ জন গ্রেফতার
- কানপাকা রোগ কোনও ঠুনকো কিছু নয়
- লিলু হত্যার মিশনে ছিল ভাড়াটে কিলার, অস্ত্র-জুতা উদ্ধার
- তৃতীয় পাকিস্তানি হিসেবে শাহিন আফ্রিদির অনন্য কীর্তি
- শ্বাসকষ্ট : হার্টের অসুস্থতার অন্যতম লক্ষণ
- ক্যারিবিয়ানদের কাছে এমন হারের পর যা বললেন মিরাজ
- প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জামায়াত আমিরের
- বাউবির বিএড পরীক্ষা ২২১ টার্ম’র ফল প্রকাশ
- বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে নিহত ১, আহত ৩
- পিছিয়ে পড়েও প্রতিপক্ষের জালে ৫ গোল বায়ার্নের
- হবিগঞ্জ সীমান্তে তিন ভারতীয় অনুপ্রবেশকারী আটক
- নওগাঁয় বৃষ্টির মতো শিশির, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি
- তারল্য সংকটে মন্দ ঋণ পুনরুদ্ধারে হতাশা
- রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়: রিজভী
- বাজার নিয়ন্ত্রণের উত্তম দাওয়াই ব্যবসায়ীদের হাতেই
- ব্যাংকে তারল্য সংকট: টাকা উত্তোলনে ভোগান্তিতে গ্রাহক
- নগদ টাকার সংকটে ব্যবসা বাণিজ্যের গতি মন্থর
- আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
- ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার গরু-মাছ, আছে রাজহাঁস-মোরগও
- দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা
প্রতিদিন ডেস্ক
এই বিভাগের আরও খবর