দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে গতকালও অস্থিরতা দেখা গেছে। এর মধ্যে রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে ঢুকতে দেননি শিক্ষার্থীরা। ঝিনাইদহে সরকারি কেসি কলেজে শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও অভিযোগ দায়ের করা হয়েছে। গলাচিপায় নানা অভিযোগে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়া এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আনারুল হক যেন কলেজে প্রবেশ করতে না পারেন, এ জন্য গতকাল সকাল ১০টা থেকে অবস্থান নেন তারা। বিক্ষোভে রাজশাহী কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অধ্যাপক আনারুল হককে রাজশাহী কলেজে ঢুকতে না দিয়ে তার পদায়ন বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে অধ্যাপক আনারুল হককে। ঝিনাইদহ : ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের প্রধান মাহাবউল্লাহ জিন্নাহর বিরুদ্ধে ১০টি অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে অধ্যক্ষের কাছে আবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল কলেজের শহীদ মিনার চত্বরে এ দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে উপস্থিত ছিলেন- সমন্বয়ক সাইদুর রহমান, রত্না খাতুন, স্বাধীন আহমেদ, তৌফিক আলমসহ শিক্ষার্থীরা। গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মো. হেলাল হাওলাদার, মু. দেলোয়ার হোসেন হাওলাদার প্রমুখ এতে বক্তব্য দেন।
শিরোনাম
- সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- সাড়া ফেলেছে ইমরান-পড়শী-জীবনের 'কথা একটাই'
- শাবিপ্রবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন
- ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ
- ‘শিক্ষার্থীদের হাত ধরে আসবে শহীদ আবু সাঈদ, মুগ্ধদের স্বপ্নের সোনার বাংলা’
- যে কারণে এবার শীতের অনুভূতি বেশি হবে
- শ্বশুর বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত
- বগুড়ায় হাইওয়ে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পিং
- ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
- সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন স্থগিত
- নেত্রকোনায় ‘কৃষি প্রতিবেশবিদ্যা চর্চা’ বিষয়ক গ্রাম সমাবেশ
- চকরিয়ায় ট্রাক ভর্তি ৪০ বস্তা সার জব্দ
- পটুয়াখালীতে কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন
- সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত
- হালাল পণ্যের বাজার প্রসারে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
- তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরতের প্রক্রিয়া চলছে: ওড়িশা পুলিশ
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা
প্রতিদিন ডেস্ক
এই বিভাগের আরও খবর