বাগেরহাটে বিক্ষোভ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, স্বৈরাচার শেখ হাসিনাসহ সাবেক তিন এমপি শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকাত আলী বাদশাকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের অফিসের সামনে গতকাল সকালে কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।