নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় আল জুবায়েদ স্বপ্নীল (২৮) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। স্বপ্নীল শহরের পাইকপাড়ার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে। আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকার একটি ভবনে মা রুমা ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতুকে কুপিয়ে হত্যা করা হয়।