যমজ দুই সন্তানকে ভিডিও কলে রেখে সৌদি প্রবাসী বাবা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বাবা খোকন হাওলাদারের (৪০) সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে কথা বলছিলেন যমজ দুই ভাই আবদুল করিম শান্ত ও আবদুল রহিম শাওন (১৬)। কিছু বুঝে ওঠার আগেই সন্তানদের ভিডিও কলে (লাইভে) রেখেই গলায় লুঙ্গি অথবা গামছা সাদৃশ্য কাপড় প্যাঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রবাসী খোকন হাওলাদারের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে।
খোকন হাওলাদারের স্ত্রী ঝুমুর বেগমের বোন নুপুর জানান, খোকন হাওলাদার আট বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছেন। স্ত্রী ঝুমুর বেগম ও তার যমজ দুই সন্তান আবদুল করিম শান্ত ও আবদুর রহিম শাওন। এরা দুজনই বরিশাল বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছে। সন্তানদের লেখা পড়ার সুবাদে তারা বরিশালের আমতলার মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করেন।