কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) সাবেক এমপি জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ১৭৮ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে। কাকারা ইউনিয়নের বিএনপির মিছিলে গুলি করে মিজানুর রহমান নামে এক কিশোর অভিযোগ করা হয়। মিজানুর রহমানের বাবা শাহ আলম বাদী হয়ে গতকাল মামলাটি করেন। এজাহারসূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া পৌরশহরে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলের আয়োজন করে। মিছিলে যোগ দিতে কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ মানুষ চকরিয়া পৌরশহরের দিকে রওয়ানা হন। কাকারা পুলেরছড়া এলাকায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। একপর্যায়ে মিজানুর রহমানকে পেছন থেকে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আরও ১৯ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ওই সময়ে ছেলে হত্যার ঘটনায় থানায় এজাহার দায়ের করলে দায়িত্বরতরা মামলা হিসেবে নিতে অপারগতা প্রকাশ করেন জানান বাদী। উল্টো আসামিরা তখন ক্ষমতার দাপট দেখিয়ে বাদীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও প্রাণনাশের হুমকি দেয়। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, বিগত ২০১৩ সালে মিজানুর রহমান হত্যার ঘটনায় তার বাবা থানায় এজাহার দায়ের করেছেন। এটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।