শুভসংঘ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে পলিথিন বন্ধে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ পারভেজ, রকি মিয়া, শাহাদত জামান, শাহীন আলম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা সুভসংঘের সভাপতি সুজিত সাগর। অধ্যক্ষ সাদেক মোহাম্মদ আজিজ লাবলু বলেন, বর্তমানে পরিবেশ বিপর্যয়ের জন্য পলিথিন অনেকাংশে দায়ী। তাই আমাদের পলিথিন বর্জন করতে হবে।
শুভসংঘ সভাপতি সুজিত সাগর বলেন, আগামী প্রজন্মের জন্য পলিথিনমুক্ত পৃথিবী হোক আমাদের অঙ্গীকার।