সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলা ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলকে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচিতে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন। বুধবার মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। পরদিন স্থানীয় সাংবাদিক আক্তারুল ইসলাম, আতাউর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আটকের আলটিমেটাম দেন।