চাঁপাইনবাবগঞ্জ আরিফুল ইসলাম ভটা নামে ১৯ মামলার আসামিসহ দুজনকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যজন হলেন- স্বর্ণ ব্যবসায়ী শিল্পী জুয়েলার্সের মালিক স্বাধীন নন্দী। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, চুরিসহ ১৯টি মামলা রয়েছে। ১৮ এপ্রিল রাতে শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মমিনুল ইসলামের বাড়ি থেকে নগদ দেড়লাখ টাকা ও পৌনে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর চক্র। আরিফুল ইসলাম ভটা চুরির কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যে নগদ ১৫ হাজার টাকাসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার ও স্বর্ণ দোকানদার স্বাধীন নন্দীকে গ্রেপ্তার করা হয়।