মানিকগঞ্জের সাটুরিয়ার ছনকা উচ্চবিদ্যালয় ভবন দীর্ঘদিন ধরে নদীভাঙন ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় স্কুলটি ধলেম্বরী নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে স্থানীয়রা নদীর পশ্চিম পাড়ে বিদ্যালয়ের নামে ৮২ শতক জমি কিনেছেন। সেখানে ঘর তুলে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারায় উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।