নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান দুই সরকারি হাসপাতালের একটি খানপুর ৩০০ শয্যার হাসপাতাল, অন্যটি জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)। দুই হাসপাতালেই প্রতিদিনই কয়েক হাজার রোগী সেবা নেন। জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দুটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকলেও এর সেবা নেই বললেই চলে। শহরের খানপুর এলাকার ৩০০ শয্যার হাসপাতালটিতে ৫৯ পদে ৫২৬ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ৩৫২ জন। সংকট রয়েছে ১৭৪ জনের। গুরুত্বপূর্ণ এ হাসপাতালে নেই কোনো সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট। একই সঙ্গে নার্স, ওয়ার্ডবয় থেকে শুরু করে বিভিন্ন পদে জনবলসংকট রয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ৪৬ পদে ৪৪২ জনের বিপরীতে ৩৬৪ জন কর্মরত আছেন। বাকি জনবল দীর্ঘদিন ধরেই খালি পড়ে আছে। সিনিয়র কনসালটেন্ট ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে শিশু, নাক, কান, গলা, চক্ষু ও প্রসূতি বিভাগ। পাশাপাশি কার্ডিওলজি বিভাগে নেই জুনিয়র কনসালটেন্ট। নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, ১৯৮৬ সালে যখন হাসপাতালটি ২০০ শয্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই জনবলসংকট রয়েছে, যা আজও দূর হয়নি। আমাদের আইসিইউ পড়ে রয়েছে। জনবলের অভাবে আইসিইউ কোনো কাজে আসছে না। জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম বলেন, জনবলসংকটের কারণে রোগীদের ঠিকমতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। যে জনবল রয়েছে তা দিয়ে সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, দুটি হাসপাতালেই কনসালটেন্ট ও অন্য লোকবলসংকট রয়েছে। কনসালটেন্ট ছাড়া ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসাসেবা কোনোরকম চালিয়ে যেতে পারলেও ৩০০ শয্যার হাসপাতালে সেবা দিতে সমস্যা হচ্ছে। এ সংকট দূর হলে রোগীরা জেলা পর্যায়েই সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। তিনি বলেন, আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে দুটি হাসপাতালে কনসালটেন্ট সংকট দূর হবে। অন্যান্য পদের সংকট দূর করার বিষয়েও কাজ চলছে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা
► নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ► দুই হাসপাতালে প্রতিদিনই কয়েক হাজার রোগী সেবা নেন
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর