নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান দুই সরকারি হাসপাতালের একটি খানপুর ৩০০ শয্যার হাসপাতাল, অন্যটি জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)। দুই হাসপাতালেই প্রতিদিনই কয়েক হাজার রোগী সেবা নেন। জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দুটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকলেও এর সেবা নেই বললেই চলে। শহরের খানপুর এলাকার ৩০০ শয্যার হাসপাতালটিতে ৫৯ পদে ৫২৬ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ৩৫২ জন। সংকট রয়েছে ১৭৪ জনের। গুরুত্বপূর্ণ এ হাসপাতালে নেই কোনো সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট। একই সঙ্গে নার্স, ওয়ার্ডবয় থেকে শুরু করে বিভিন্ন পদে জনবলসংকট রয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ৪৬ পদে ৪৪২ জনের বিপরীতে ৩৬৪ জন কর্মরত আছেন। বাকি জনবল দীর্ঘদিন ধরেই খালি পড়ে আছে। সিনিয়র কনসালটেন্ট ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে শিশু, নাক, কান, গলা, চক্ষু ও প্রসূতি বিভাগ। পাশাপাশি কার্ডিওলজি বিভাগে নেই জুনিয়র কনসালটেন্ট। নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, ১৯৮৬ সালে যখন হাসপাতালটি ২০০ শয্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই জনবলসংকট রয়েছে, যা আজও দূর হয়নি। আমাদের আইসিইউ পড়ে রয়েছে। জনবলের অভাবে আইসিইউ কোনো কাজে আসছে না। জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম বলেন, জনবলসংকটের কারণে রোগীদের ঠিকমতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। যে জনবল রয়েছে তা দিয়ে সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, দুটি হাসপাতালেই কনসালটেন্ট ও অন্য লোকবলসংকট রয়েছে। কনসালটেন্ট ছাড়া ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসাসেবা কোনোরকম চালিয়ে যেতে পারলেও ৩০০ শয্যার হাসপাতালে সেবা দিতে সমস্যা হচ্ছে। এ সংকট দূর হলে রোগীরা জেলা পর্যায়েই সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। তিনি বলেন, আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে দুটি হাসপাতালে কনসালটেন্ট সংকট দূর হবে। অন্যান্য পদের সংকট দূর করার বিষয়েও কাজ চলছে।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা
► নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ► দুই হাসপাতালে প্রতিদিনই কয়েক হাজার রোগী সেবা নেন
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর