নড়াইলের লোহাগড়ায় তিল খেত থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার বয়রা-কোলা এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বয়রা গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, লম্বা চুল ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। কঙ্কালটি জমির বিভিন্ন অংশে ছড়িয়ে ছিল। বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে জানালে তারা এসে কঙ্কালটি উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে এটি কোনো নারীর বলে ধারণা পুলিশের। ওসি শরিফুল ইসলাম বলেন, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর লাশ।