নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের স্ত্রী কাজী মৌসুমীর খিচুড়ি বিতরণের ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে তেঁতুলিয়ার থানা ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে খিচুড়ি বিতরণের ছবি ফেসবুকে ভাইরাল হলে এ কর্মসূচি পালন করেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী তা উপেক্ষা করে আইন ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননা করেছেন। ওসি মুসা মিয়া জানান, তদন্ত অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।