ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের ফলে ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কাজে যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’