নীলফামারীতে ৩৪ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মধ্যে মাসিক কল্যাণ ভাতার ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র। এক বছরের জন্য ১২ হাজার থেকে ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়। কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ চেক বিতরণ।