কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে একটি ইলিশ। গতকাল দুপুরে জেলেদের জালে মাছটি উঠে আসে। ডাঙায় তোলার পরই মারা যায়। পুকুরে ইলিশ ধরা পড়ার খবর শুনে দেখার জন্য আশপাশের মানুষ ভিড় করেন। জেলেরা জানান, পুকুরের জাল দিয়ে টান দিলে, অন্য মাছের সঙ্গে ইলিশও ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ এ প্রথম দেখলাম।
ইউএনও রবিউল ইসলাম ইলিশ ধরা পড়ার ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন কলাপাড়া ইউএনও বাংলো পুকুরে জীবিত ইলিশ!