পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে এ বছর দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।