নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শাহীন রাজধানীর মুগদাপাড়ার বাসিন্দা। নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, সকালে শাহীন ও তার তিন বন্ধু রূপগঞ্জে ঘুরতে আসেন। সেখানে তারা মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান শাহীন। পরে ডুবুরিদল দুপুরে তার লাশ উদ্ধার করে।