চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) যন্ত্রপাতি দুই বছর ধরে ঘরবন্দি অবস্থায় রয়েছে। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান এসব সরঞ্জাম। আইসিইউ ইউনিট চালু করতে না পারায় আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে জেলার সাধারণ মানুষ। প্রয়োজনীয় লোকবল ও ওষুধ সংকটের কারণে এটি চালু করা যায়নি দাবি কর্তৃপক্ষের। সেবাপ্রার্থীরা জানান, অনেক ক্ষেত্রে জরুরি মুহূর্তে রোগীকে আইসিইউসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কেউ কেউ নিবিড় পরিচর্যার অভাবে মারা যাচ্ছেন। অনেকের স্বজন মুমূর্ষু অবস্থায় রোগী রাজশাহী, খুলনা ও ঢাকায় নিচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। কেউ যাচ্ছে বেসরকারি হাসপাতালে। এতে ভোগান্তি ও চিকিৎসা খরচ দুটোই বেশি হচ্ছে। শহরের মশিউর রহমান বলেন, সদর হাসপাতালে অনেক রোগী সংকটাপন্ন আসেন। দরিদ্র রোগীকে বড় শহরের হাসপাতালে নিতে পারেন না স্বজনরা। জেলা সদরের হাসপাতালে আইসিইউ চালু হলে তারা নিবিড় পরিচর্যা পেতেন। এটি চালু না হওয়ায় সচ্ছল-অসচ্ছল সবাই বঞ্চিত হচ্ছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ‘প্রকল্পের আওতায় আমাদের হাসপাতালে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট রয়েছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় সচল করা সম্ভব হচ্ছে না।’ ২০২৩ সালের জুন মাসে ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের জন্য প্রয়োজনীয় শয্যা ও যন্ত্রপাতি সরবরাহ করে। বরাদ্দ পাওয়ার পর থেকেই সেগুলো সদর হাসপাতালের ২৫০ শয্যার ভবনের সপ্তম তলায় ‘ঘরবন্দি’ করে রাখা হয়েছে।
শিরোনাম
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
- সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
- রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে
- ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ
- 'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'
- কী আছে জুলাই সনদে
- জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াল
- গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৫ মামলার চার্জশিট দিল পুলিশ
- কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক
- কেউ যাতে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে ফেলতে না পারে : জোনায়েদ সাকি
- চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন
- চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- আদালতের নির্দেশে যুবকের লাশ কবর থেকে উত্তোলন
- শেখ হাসিনাকে ভারত কেন পুশইন করছে না, প্রশ্ন রিজভীর
- সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকাসহ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- শেবাচিম হাসপাতালে সমন্বিত সংস্কারের দাবিতে মিছিল
- ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার
জনবল সংকট, নষ্ট হচ্ছে আইসিইউর যন্ত্রপাতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর