বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অলি হাওলাদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় বেনাপোল-ঢাকা রেললাইনের ভাঙ্গার পুলিয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফুর আহমেদ জানান, অলি হাওলাদার কানে কম শুনতেন এবং দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন।