নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোস্তাফিজুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আসসামছ জগলুল হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মোস্তাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ আগস্ট পারিবারিক কলহের জেরে মান্দা থানার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে রানী বেগমকে কাঠের টুকরা দিয়ে আঘাত করেন স্বামী মোস্তাফিজুর রহমান। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার মামলা করেন। অন্যদিকে শিশু আইনে পৃথক দুই মামলায় নওগাঁয় দুজনকে পৃথক আটকাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নওগাঁর শিশু আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।
এর মধ্যে ২০১৪ সালের ২১ আগস্টে পত্নীতলা থানার বাগমার গ্রামের বারি হত্যা মামলায় এক নারীকে পাঁচ বছর এবং ২০১৩ সালের ৭ জুন সাপাহার থানার সুমন নামে এক কিশোরকে হত্যার দায়ে আরেক যুবককে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।