দীর্ঘদিন সংস্কার না করায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজার থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত সড়কে পিচঢালাই উঠে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোয় কাঁদা-পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যায়। ঘটে দুর্ঘটনা। প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন এখানকার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ।
স্থানীয়রা জানায়, পুরাপাড়াসহ দক্ষিণের কয়েকটি ইউনিয়নের মানুষ এ সড়ক ব্যবহার করে জেলা-উপজেলা শহরে যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে ছোটবড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেহাল এ সড়কে নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। সরেজমিন দেখা যায়, নগরকান্দা বাজার থেকে বনগ্রাম বাজার হয়ে পুরাপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের ৫ কিলোমিটারের অবস্থাই খারাপ। বিশেষ করে নগরকান্দা বাজার থেকে দেলবাড়িয়া বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক খুবই নাজুক। এখানকার সড়কের ইট-বালু, সুরকি, পাথর ও বিটুমিন উঠে গিয়ে ছোটবড় অসংখ্য গর্ত ও নালা সৃষ্টি হয়েছে। এর অনেক স্থানে ৬ ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোয় পানি জমে যায়। তখন হেঁটেও চলাচল করা যায় না। জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়। আর বৃষ্টি না থাকলে ধুলাবালিতে একাকার হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী বোরহান আনিস বলেন, নগরকান্দা বাজার থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে পিচঢালাই উঠে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই এ সড়কটি দিয়ে চলাচল করছি।
ইজিবাইক চালক তৈয়াবুর রহমান বলেন, এ সড়ক দিয়ে এখন গাড়ি চলাচল করার মতো উপায় নেই। মাঝে মধ্যেই অটোরিকশা উল্টে যায়। অনেক সময় গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যায়। নগরকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, সম্প্রতি স্থানীয় এক স্কুলের দুই শিক্ষার্থী সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা থেকে পাথর ছিটকে তাদের মাথায় লাগে। পরে ওই শিশু শিক্ষার্থীদের হাসপাতালে নিতে হয়। প্রকৗশলী মো. আবদুল খালেক বলেন, বিষয়টি আমরা অবগত। এটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।