ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। সারাদিন নদীতে জাল ফেলে অনেকেই ফিরছেন শূন্যহাতে। মাছ না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছে অর্ধলক্ষাধিক জেলে পরিবার। তাদের মধ্যে বিরাজ করছে হতাশা। ইলিশ সরবরাহ কম থাকায় অলস সময় পার করছেন আড়তের লোকজন। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য ব্যবসায়ী-আড়তদাররা।
জানা যায়, লক্ষ্মীপুরে রয়েছেন প্রায় ৬৫ হাজার জেলে। এর মধ্যে নিবন্ধিত ৪৬ হাজার ৬৭ জন। জেলেরা জানান, ইলিশের এখন ভরা মৌসুম। জাল ভরে উঠে আসা কথা রূপালি ইলিশ। একটি নৌকায় ১০-১২ জন নদীতে সারাদিন জাল টেনে ফিরছেন প্রায় খালি হাতে। মাছ যা ধরা পড়ছে তাতে খরচের টাকাও উঠছে না। অর্থ সংকটে পরিবারের মুখে দু-মুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে।
কমলনগর উপজেলার মতিরহাটের জেলে রুবেল বলেন, নদীতে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। আগে এ সময়ে জালে প্রচুর ইলিশ ধরা পড়ত। নদীতে মাছ না পাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তিনি জানান, একেকবার নদীতে যেতে ৪-৫ হাজার টাকা খরচ হয়। নদী থেকে ফিরে মাছ বিক্রি করতে পারেন ১৫০০-২০০০ টাকার। এ নিয়ে মহাজনের দেনাই শোধ করতে পাছেন না। জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, সমুদ্রে ধরা পড়লেও জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও পর্যাপ্ত বৃষ্টির অভাবে লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না রূপালি ইলিশ। পর্যাপ্ত বৃষ্টি হলে আগামী মাসের শেষদিকে জেলেদের জালে ইলিশ ধরা পড়বে আশা এ কর্মকর্তার।