ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে খাসকান্দি এলাকার সর্বজনীন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে শ্রী শ্রী কালী ও দুর্গা মান্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, রাত ১০টার দিকে পূজারি বাড়িতে চলে যান। পরদিন সকালে ওই এলাকার বাসিন্দা ভজন শীল দেখতে পান মন্দিরের বিভিন্ন প্রতিমার কিছু অংশ ভাঙা। ওসি আসাদউজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে দেওয়া হবে। খরচ বহন করবে জেলা পুলিশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ফরিদপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা বলেন, ‘মন্দিরের সামনে কোনো ফটক না থাকায় দুর্বৃত্তরা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পেরেছে। সিসি ক্যামেরা স্থাপনসহ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।’