মাদারীপুর সদরের মহিষের চর এলাকায় আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে মহিষের চর লঞ্চঘাটে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, নেয়ামতউল্লাহ, টুকু গৌড়া প্রমুখ।
বর্ষাকালে পানি বেশি থাকায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেতু হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। সরকারের কাছে দ্রুত সময়ে তারা একটি সেতু নির্মাণের দাবি জানান।