পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের ঝিলটুলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার উপদেষ্টা হারুন-অর-রশীদ, সংগঠনটির সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব, সদস্য সোহেলা, মুক্তা, লাতিফুল খাবির প্রমুখ। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা তৈরি হবে বলে মনে করে সচেতন মহল।