দ্বিতীয় বিয়ে করার অপরাধে দীর্ঘ ৩৬ বছর ধরে সমাজচ্যুত হয়ে থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে সমাজে ফিরলেন এক দম্পতি। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের দাসপাতার ধনঞ্জয় দাস ও তার স্ত্রী রানী দাস। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ওই দম্পতিকে পুনরায় সমাজে ফিরিয়ে নেওয়ার বিষয়টি প্রশাসনকে অবগত করতে দাসপাড়ার সভাপতি সুভাষ দাস ও ভুক্তভোগী ধনঞ্জয় দাস গিয়েছিলেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুরের কার্যালয়ে। সেখানে ওই দম্পতিকে কীভাবে সমাজে ফিরিয়ে নেওয়া হলো সেটি সহকারী কমিশনারকে জানানো হয়। ভোলাচং দাসপাড়ার সভাপতি সুভাষ দাস বলেন, ‘আমরা বিষয়টির সমাধান করে ধনঞ্জয়কে সঙ্গে নিয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনারের অফিসে গিয়ে অবগত করেছি।’ ভুক্তভোগী ধনঞ্জয় দাস বলেন, ‘আমাদের এখন আর কোনো সমস্যা নেই।’ নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন, ‘বিষয়টির সুন্দর সমাধান করে ওই দম্পতিকে পুনরায় সমাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগের স্ত্রী চলে যাওয়ার পর রানী দাস নামে এক নারীকে দ্বিতীয় বার বিয়ে করেন ধনঞ্জয়। এ কারণে সেখান লোকজন ধনঞ্জয় ও রানী দম্পতিকে গত ৩৬ বছর ধরে সমাজচ্যুত করে রাখে।