দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরিশাল : বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন- ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নগরীর পুরানপাড়া এলাকার কবির হাওলাদার (৪০) এবং যাত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসি গ্রামের মিনহাজ ভূঁইয়া (১৪)।
বগুড়া : দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ভটভটিচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর : পার্বতীপুরে ছেলের মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মহেশপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।