ময়মনসিংহ মহানগরে ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুর করা হয়েছে। অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে গতকাল দুপুরে একদল লোক এ খানকা ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারে অবস্থিত এ খানকায় প্রতি শুক্রবার রাতে সামা কাওয়ালি গানের আসর হয়। স্থানীয় বাসিন্দা উসমান গনি ফকির প্রায় ১৭ বছর আগে বাজারের পাশের সরকারি জমিতে খানকাটি গড়ে তোলেন। সম্প্রতি এটি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল একদল লোক।
উসমান গনি ফকির বলেন, ‘জুমার নামাজের সময় একটি গ্রুপ খানকায় ভাঙচুর চালায়। হামলার সময় আমরা কেউ ছিলাম না।’ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’