রাজবাড়ীর পাংশায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাংশা উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) ও আরিফ শেখের ছেলে তামিম (১৩)।
তামিম পড়ালেখার পাশাপাশি মাঠে কৃষিকাজ করতেন। এলাকাবাসী জানায়, বিকালে মাঠে পাট জাগ দিতে যান আনোয়ারা বেগম ও তামিমসহ কয়েকজন কৃষক। এ সময় প্রচ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আনোয়ারা ও তামিমসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আনোয়ারা ও তামিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।