দীর্ঘ ১৫ বছর পর আজ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। জেলাজুড়ে চলছে সাজ সাজ রব। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। এ উপলক্ষে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নওগাঁ কনভেনশন সেন্টারে ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ভোট দেবেন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। কার গলায় উঠবে বিজয়ের মালা এখন তা দেখার অপেক্ষা। দলের কার্যক্রমে প্রাণ ফেরাতে এবং সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব আসবে এমন দাবি সবার। জেলা কমিটিতে পদপ্রত্যাশী নেতারা ফেসবুকে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ভোটারদের কাছে ভোট প্রার্থনা ছাড়াও শোনানো হচ্ছে আশ্বাসের বাণী। সম্মেলন ঘিরে কাউন্সিলর ও নেতা-কর্মীরা উজ্জীবিত। ১৫ বছর হামলা, মামলা, নির্যাতনে জর্জরিত নেতা-কর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সবশেষ ২০১০ সালে নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে। দীর্ঘ প্রতিক্ষার পর এই সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা খুব খুশি। এবার সম্মেলনে সভাপতি পদে আট, সাধারণ সম্পাদক পদে চার এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আটজন প্রতিদ্বন্দিতা করছেন। তিনি আরও বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতা-কর্মীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
শিরোনাম
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
- বাড়ির সব কাজ করে দেবে ২০ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট ‘নিও’
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- মুম্বাইয়ে জিম্মির শিকার ১৭ শিশু উদ্ধার, সন্দেহভাজন গুলিতে নিহত
- বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা প্রশাসনের
- ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত