দীর্ঘ ১৫ বছর পর আজ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। জেলাজুড়ে চলছে সাজ সাজ রব। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। এ উপলক্ষে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নওগাঁ কনভেনশন সেন্টারে ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ভোট দেবেন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। কার গলায় উঠবে বিজয়ের মালা এখন তা দেখার অপেক্ষা। দলের কার্যক্রমে প্রাণ ফেরাতে এবং সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব আসবে এমন দাবি সবার। জেলা কমিটিতে পদপ্রত্যাশী নেতারা ফেসবুকে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ভোটারদের কাছে ভোট প্রার্থনা ছাড়াও শোনানো হচ্ছে আশ্বাসের বাণী। সম্মেলন ঘিরে কাউন্সিলর ও নেতা-কর্মীরা উজ্জীবিত। ১৫ বছর হামলা, মামলা, নির্যাতনে জর্জরিত নেতা-কর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সবশেষ ২০১০ সালে নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে। দীর্ঘ প্রতিক্ষার পর এই সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা খুব খুশি। এবার সম্মেলনে সভাপতি পদে আট, সাধারণ সম্পাদক পদে চার এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আটজন প্রতিদ্বন্দিতা করছেন। তিনি আরও বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতা-কর্মীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
শিরোনাম
- উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে
- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- তারেক রহমান গণমানুষের নেতা : প্রিন্স
- জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি, সময় ২০ আগস্ট পর্যন্ত
- ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
- ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
- তালাবদ্ধ থাকায় অফিসে প্রবেশ করতে পারেননি আটাব প্রশাসক
- বরিশালে এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৬
- বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত
- সিলেটে যুবদলকর্মী খুন
- কোরিয়ার বিপক্ষে হেরেও মূল পর্বের সম্ভাবনা জিইয়ে আছে বাংলাদেশের
- পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ইবি শিক্ষার্থীদের
- হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
- ঝিনাইদহে শিক্ষক নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি
- কুমিল্লায় আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- বগুড়ার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা