দিনাজপুরের ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। সোমবার রাতে চোর চক্রের আট সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। মঙ্গলবার আটকদের উপযুক্ত শাস্তি ও হারানো মালামাল ফিরে পেতে বিক্ষুব্ধ এলাকাবাসী থানায় গিয়ে বিক্ষোভ করেন। স্থানীয়রা জানায়, এক মাসে ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী, মধ্যগৌরীপাড়া, শিবনগর ইউনিয়নের রাজারামপুর, ডাঙাপাড়া, দক্ষিণপাড়ার বিভিন্ন দোকান ও বাড়িতে অন্তত ৫০টি চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়েও তালা কেটে চুরির ঘটনা ঘটে।
শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম বলেন, একই এলাকায় বারবার চুরির বিষয়টি খুবই রহস্যজনক। এটি একটি বড় চোরচক্র। এলাকাবাসী বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছে। তারা আটজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং পুলিশে সোপর্দ করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রামবাসী আটজনকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ চুরি বন্ধে জোরদারভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৩০-৪০ চোর গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালত থেকে জামিনে এসে আবারও চুরি করছে।