ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ এলাকায় সড়কে খানাখন্দের কারণে যানবাহন চলাচলে ধীরগতি থাকে। একপর্যায়ে প্রায় বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর এলাকায় এ যানজট দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে এ যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কেও ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এতে মহাসড়কটির ওই অংশের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করতে থাকে। বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশের সড়কে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। একপর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোটবড় গর্ত। এসব গর্তে কাদাপানি জমে আছে। এতে গোলচত্বরের আশপাশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে থেমে যাচ্ছে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড মোড় গোলচত্বরের গর্ত ভরাটের পাশাপাশি সড়কের পাশের অংশ সমান করে পথচারী ও যানবাহনের চলাচলের উপযুক্ত করতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে।