প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী প্রথা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী কান্তজীউ যুগল বিগ্রহ গতকাল সকালে দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে নৌবহরে যাত্রা করে শহরের রাজবাড়ির উদ্দেশ্যে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ কান্তজিউ বিগ্রহ নিয়ে আসা কেন্দ্র করে পুনর্ভবা নদীর বিভিন্ন ঘাটে ভক্ত-পুণ্যার্থীর ঢল নামে। প্রায় ২৫ কিলোমিটার নৌপথে ৩৭টি ঘাটে ভেড়ানো ও পূজা অর্চনার মধ্য দিয়ে রাতে রাজবাড়ির মন্দিরে পৌঁছায়।
ভোর থেকেই স্থানীয় ও দূরদূরান্তের হাজার হাজার ভক্তের পদচারণে মুখর হয় কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। কড়া নিরাপত্তা ছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছিল নৌবহরের সঙ্গে। পুলিশ, আনসার, র্যাব ছাড়াও সেনা সদস্যরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে। আসার পথে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নদীর দুই কূলে বিগ্রহ দর্শনের জন্য হাজির হন। দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের সভাপতি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রহণ করেন। শহরের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে রাতে কান্তজিউ মন্দিরে স্থাপন করা হয়।